সুস্থ হয়ে উঠছেন লতা মঙ্গেশকর

  13-11-2019 03:03PM


পিএনএস ডেস্ক: শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হচ্ছে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের। সোমবার রাত ২টায় মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখার পর ধীরে ধীরে তার অবস্থা স্থিতিশীল হতে শুরু করেছে বলে তার পরিবার জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস এর।

ব্রিচক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, সেরে ওঠার পথে লতা মঙ্গেশকর। তার শ্বাসজনিত সমস্যা দূর হয়েছে। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। বুকে সংক্রমণের জন্যই শ্বাসকষ্ট হয়েছিল, আপাতত তাকে ভেন্টিলেটরেই রাখা হয়েছে।

এদিকে, লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলিউড অভিনেত্রী হেমা মালিনি ও শাবানা আজমি। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ৯০তম জন্মদিন পালন করেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। বিশেষ এই দিনটিতে গোটা বলিউড তাকে শুভেচ্ছা জানায়। হিন্দি, বাংলা, মারাঠিসহ একাধিক ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন লতা। কেবলমাত্র হিন্দিতেই তার গানের সংখ্যা এক হাজার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন