কোরআন নিয়ে যা বললেন হলিউড অভিনেতা উইল স্মিথ

  20-03-2024 04:56AM

পিএনএস ডেস্ক : মার্কিন তারকা অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ জানিয়েছেন, তিনি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পড়েছেন। কোরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করে বলেছেন এই ধর্মগ্রন্থকে কোনোভাবেই ভুল বোঝা যাবে না।

সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি সরলতাকে পছন্দ করি; কোরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কোরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কোরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর এবং পরিষ্কার।”

গত বছর পবিত্র রমজান মাসে কোরআন শরীফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা।

উইল স্মিথ জানিয়েছেন তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। তিনি বেশ অবাক হয়েছেন যখন কোরআন, তোরাহ এবং বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

তিনি বলেছেন, “আমি অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এরপর ঈসা এবং ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।”

এই হলিউড তারকা এখন সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

তিনি মজা করে বলেছেন, “আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।”

উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন।

সূত্র: আল আরাবিয়া

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন