এবার র‍্যাম্প মডেলরা মুসলিম পোশাকে

  22-04-2018 01:11PM

পিএনএস ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মুসলিম ফ্যাশন শো মাফেস্ট-১৮। এখানে মুসলিম নারীদের ঐহিত্যবাহী বিভিন্ন পোশাকে নিজেদের উপস্থাপন করছেন মডেলরা।

প্রতি বছরের মতো এ বছরও এই ফ্যাশন শোয়ের আয়োজন করেছে ইন্দোনেশিয়া সরকার। গত বৃহস্পিতবার থেকে শুরু হওয়া আজাং তাহুনান মুসলিম ফ্যাশন ফেসটিভাল ইন্দোনেশিয়া (মাফেস্ট) শেষ হবে আজ রবিবার।

জাকার্তা কনভেনশন সেন্টারে আয়োজিত এ ফ্যাশন শোতে শতাধিক ডিজাইনারের চার শতাধিক ব্রান্ডের পোশাক পরে র‍্যাম্পে উপস্থিত হন মডেলরা। এছাড়া পোশাকের প্রদর্শনী, পোশাক বিষয়ে টকশোসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

এটি ইন্দোনেশিয়া সরকারের বার্ষিক মুসলিম ফ্যাশন ইভেন্ট, যার লক্ষ্য স্থানীয় মুসলিম ফ্যাশন শিল্পের মাধ্যমে দেশটির অর্থনীতিকে শক্তিশালী করা। এমন আয়োজনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় মুসলিম ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রসার লাভ করেছে।

ইন্দোনেশিয়াকে বিশ্বের মুসলিম ফ্যাশন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ ফ্যাশন শোয়ের আয়োজন করে দেশটির সরকার। সূত্র: মুসলিম ফ্যাশন ফেস্টিভাল ডট কম

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন