প্রশান্ত মহাসাগরের মধ্যস্থলে ভয়াবহ ভূমিকম্প

  20-08-2018 07:11AM


পিএনএস ডেস্ক: প্রশান্ত মহাসাগরের মধ্যস্থলে ৮ দশমিক ২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় ১৯ আগস্ট দুপুরের পর পরই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফিজি ও টোঙ্গা থেকে ২০০ মাইল দূরে অবস্থিত।

এর উৎপত্তি ভূপৃষ্ঠের ৫৬০ কিলোমিটার গভীরে হওয়ায় এতে কোনো ক্ষতি হবে না বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রশান্ত মহাসাগরব্যাপী সুনামি সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে।

ভূমিকম্পের কারণে হাওয়াইয়ের জন্যও কোনো সতর্কবার্তা নেই।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন