সৌদি বিমান হামলায় ১৫ ইয়েমেনি নিহত

  13-09-2018 05:48PM

পিএনএস ডেস্ক :ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় সৌদি আরবের বর্বর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে একটি শিশুও রয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা সত্ত্বেও দেশটি এ হামলা চালালো।

জুলাই থেকে চলে আসা সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরব বুধবার হুদায়দা নগরীতে হামলা চালায়। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে বিমান হামলায় আরো ২০ জন আহত হয়েছে। খবরে বলা হয়েছে, সৌদি বাহিনী আশপাশের কয়েকটি ছোট শহর ও হুদায়দা থেকে রাজধানী সানা যাওয়ার প্রধান সড়ক দখল করে নিয়েছে।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর সৌদি আরব নতুন করে বিমান হামলা শুরু করে। ইয়েমেনে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দাবি পূরণ করতে জাতিসংঘ ব্যর্থ হলে শান্তি প্রক্রিয়া আটকে যায়। আনসারুল্লাহ অভিযোগ করেছিল- হুথি প্রতিনিধিদলকে জিবুতিতে আটকে রাখার পরিকল্পনা করেছিল সৌদি আরব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন