মাটির নিচে পুঁতে ফেলা হল ১২ টন ইলিশ!

  25-09-2018 05:28PM

পিএনএস ডেস্ক :ভারতে ছোট ইলিশ ধরতে মত্স্যজীবীদের বারণ করেছে মত্স্য দফতর। সাধারণ মানুষকেও সচেতন করা হয়েছে। কিন্তু কথা যে এখনও অনেকেই কানে নেননি তার প্রমাণ মিলল।

গতকাল সোমবার ভারতের কাকদ্বীপের অক্ষয়নগরে যা ঘটেছে তাতে মাছ ব্যবসায়ী এবং ক্রেতার সচেতনতার চিত্র ধরা পড়েছে। গত রবিবার রাত থেকে সোমবার সকাল অবধি ছোট ইলিশ বোঝাই ৭টি ট্রাক আটকে করেন কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দারাই।

বরাবরের মতোই নিয়ম মোতাবেক এই মাছ নিলাম করে মত্স্য দফতর। কারন স্থানীয় ব্যবসায়ীরা তা কিনে খোলা বাজারে বিক্রি করেন। কিন্তু গতকাল সোমবার কোনও ব্যবসায়ীই নিলামে যোগ দেননি।

কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা বুঝেই গিয়েছিলেন আবহাওয়া ভালো নয়। এদিকে এলাকাবাসী যে বেজায় চটেছে তা ভালোই আঁচ করতে পেরেছিলেন তারা। সেখানে হাওয়া গরম বুঝেই চেপে যান গোটা বিষয়টি।

অক্ষয়নগরে গতকাল সোমবার ১২ টন খোকা ইলিশ উদ্ধার হয়। শেষমেশ ওই ১২ টন ছোট ইলিশ মাটিতে পুঁতে ফেলা হয়। ইলিশ প্রিয় নয় এমন বাঙালি খোঁজা মুশকিল।

চোখের সামনে এত ইলিশ থাকা সত্ত্বেও কেউ লোভ করেননি! এই ঘটনা থেকেই শিক্ষা নেওয়া উচিত! তা না হলে ছোট ইলিশ ধরা কিছুতেই বন্ধ করা যাবে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন