নতুন মালয়েশিয়া গড়ার প্রত্যয়ের সাথে মুসলিম ইয়থ মুভমেন্টের উদ্দেশ্য এক হতে হবে: আনোয়ার ইব্রাহীম

  22-10-2018 10:45AM


পিএনএস ডেস্ক: চীনা ভাষাকে এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ‘অর্থনৈতিক ভাষা’ হিসেবে আখ্যায়িত করে মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহীম তার দেশের শিক্ষার্থীদের প্রতি চীনা ভাষা শিক্ষা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

পিকেআরের ডি ফ্যাক্টো এই নেতা মুসলিম ইয়ুর্থ মুভমেন্ট অফ মালয়েশিয়ার ৪৭তম সাধারণ সভায় বলেন, ‘অন্যান্য ভাষায় দক্ষতা অর্জন করাও গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু চীনা আর ইংরেজি ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘মালয় ভাষা মালয়েশিয়ার জাতীয় ভাষা এ বিষয়ে কোনো প্রকার প্রশ্ন না করেই চীনা ভাষাকে আঞ্চলিক অর্থনীতির জন্য কৌশলগত একটি ভাষা হিসেবে নিতে হবে।’

মুসলিম ইয়র্থ মুভমেন্ট অফ মালয়েশিয়ার সাবেক প্রধান আনোয়ার ইব্রাহীম বলেন, মানবাধিকারের উন্নতির মাধ্যমে সর্বক্ষেত্রে উন্নয়ন করা প্রয়োজন এবং একই সাথে ইসলামিক বিষয়সমূহকে সবার সামনে তুলে ধরা উচিত।

তিনি বলেন, এই মুহূর্তে ইসলামিক জ্ঞান অর্জন, ইসলামি বিষয়সমূহের প্রতি দৃষ্টিভঙ্গির বিষয়ে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে।

‘আমাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি শুধুমাত্র একটি ভালো ব্যবস্থাপনা যুক্ত এবং দুর্নীতি মুক্তই হবে না বরং একই সাথে এটি মানবাধিকার মূল্যবোধের উপর ভিত্তি করে রচিত হওয়া উচিত।’

‘কারণ, কিছু কিছু সময় সংখ্যার দিক থেকে উন্নয়ন শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়া বোঝালেও তা মানবাধিকার পরিস্থিতিকে ভিন্ন মোড়কের আবরণে ঢেকে দেয়।’-শেষে আনোয়ার ইব্রাহীম এমনটি জানান।

তিনি আহ্বান জানিয়ে বলেন, নতুন মালয়েশিয়া গড়ার প্রত্যয়ের সাথে মুসলিম ইয়থ মুভমেন্ট অফ মালয়েশিয়া’র উদ্দেশ্য এক হতে হবে। সূত্র: চ্যানেল নিউ এশিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন