‘রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্য চাপ অব্যাহত রাখবে’

  19-02-2019 07:50PM

পিএনএস ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাজ্য চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী পেনি মরডান্ট।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় পেনি মরডান্ট বলেন, অসহায় রোহিঙ্গাদের জায়গা দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছে বাংলাদেশ। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাজ্যের চাপ অব্যাহত থাকবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের পরে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বহুপাক্ষিক তৎপরতা চলছে। তিনি বলেন, 'বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং জেনেভায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বৈঠক করেছি। এছাড়া আমরা নতুনভাবে রিভিউ করে নতুন কিছু স্ট্যাটেজি তৈরি করেছি। যেগুলির কার্যক্রম আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন।'

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন