খেলতে গিয়ে গাড়ির ভেতর আটকা, দমবন্ধ হয়ে ৩ ভাই-বোনের মৃত্যু

  25-05-2019 03:04PM

পিএনএস ডেস্ক : গাড়ির ভেতরে আটকে গিয়ে দম বন্ধ হয়ে প্রাণ গেল ৩ ভাই-বোনের। ভারতের ইন্দোরের সানওয়ারে শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ২ ঘণ্টা ধরে গাড়ির ভেতর আটকে ছিল ওই তিন শিশু। এতেই দম বন্ধ হয়ে মারা যায় তারা।

পুলিশ জানায়, মারা যাওয়া তিন শিশু পুনম (৬), বুলবুল(৪), প্রতীক (২) গাড়ি ভেতর খেলছিল। পরিবারের কোনো সদস্যই গাড়ির ভেতরে বা আশপাশে ছিলেন না। ফলে শিশুরা যে খেলতে খেলতে গাড়ির ভেতরে আটকে পড়ে যায়, সেটি কেউ জানতে পারেনি। ২ ঘণ্টা গাড়ি ভেতর ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দমবন্ধ হয়ে মারা যায় তিন শিশু।

তবে শিশুদের বাবা পবন ধোলি জানান, সকালে চন্দ্রভাগা এলাকায় বাড়িতে যাওয়ার পর সেখানেই গাড়িটি পার্কিং করা ছিল। সেই সময় গাড়ির দরজা বন্ধ হয়ে যায়। ছেলেমেয়েরা আসেনি দেখে পরিবারের সবাই খোঁজ করতে শুরু করেন।

এক প্রতিবেশী গাড়িটি চেক করতে বললে তারা সকলেই গাড়ির দিকে ছোটেন। দরজা ভেঙে খুলতেই তিন শিশুর ঘেমে যাওয়া দেহ উদ্ধার হয়।

হাসপাতালে নিয়ে গেলে তিন ভাইবোনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের পর তাদের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন