গাড়ির ভেতর মৃত মালিকের সঙ্গে ১৫ ফুট লম্বা সাপ!

  18-07-2019 08:31AM


পিএনএস ডেস্ক: সড়কের পাশে দাঁড়ানো একটি প্রাইভেটকারের মধ্যে লাশ রয়েছে এমন খবর পেয়ে তা উদ্ধার করতে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আর এসেই চক্ষু চরকগাছ কর্মীদের।

যুক্তরাষ্ট্রের কলারাডো স্টেটের ডেনভার কাউন্টি ডেনভার সিটির একটি পাশে গাড়ির মধ্যেই মালিকের লাশ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দেখে ওই গাড়ির জানালা দিয়ে একটি সাপ বেরিয়ে আসার চেষ্টা করছে।

স্থানীয় পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। পরে অসুস্থ বোধ করলে তিনি রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে রাখে। সেখানেই মারা যান ওই গাড়ির মালিক।

খবর পেয়ে ডেনভারের দমকলবাহিনী উদ্ধারে আসে। এসে দেখতে পায় মারাত্মক একটা ১৫ ফুটের সাপ গাড়ির মধ্যে। সেটা জানালা থেকে বের হওয়ার চেষ্টা করছে।

দমকল কর্তৃপক্ষের প্রতিনিধিদের একজন আবার মজা করে জানিয়েছেন, সাপটা যেভাবে গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল তাতে ও বুঝতে পেরেছিল মৃত মদ্যপের সঙ্গে এক গাড়িতে থাকা উচিত নয় ৷

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের পোষা প্রাণী নিয়ে গাড়ি চালানোর বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। সূত্র: দ্য ডেনভার চ্যানেল

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন