‘ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের নীতি বন্ধ করুন’

  09-11-2019 08:40AM



পিএনএস ডেস্ক: ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন।

চীনের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমানে যে উত্তজনাকর পরিস্থিতি বিরাজ করছে তার জন্য মার্কিন নীতি দায়ী।

কারণ এই পরিস্থিতির সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

চীনা দূত আরও বলেন, বেইজিং আশা করছে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেওয়া হবে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় চীনা দূত এসব কথা বললেন।

গত ৪ নভেম্বর মার্কিন সরকারের অর্থ মন্ত্রণালয় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েক জন সামরিক ও বেসামরিক ব্যক্তিত্ব এবং একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তার আগে ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন