সুদানের সাবেক প্রেসিডেন্ট বশিরের ২ বছর জেল

  15-12-2019 10:27AM


পিএনএস ডেস্ক: আর্থিক অনিয়মের দায়ে জেলে যেতে হল সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে। বিচারে দেশের সাবেক প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড হয়েছে।

শনিবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত এক মামলায় তাকে দোষীসাব্যস্ত করে সাজা দেন দেশটির একটি আদালত। খবর বিবিসি, আল-জাজিরা ও দ্য গার্ডিয়ানের।

এদিন রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এই সামরিক শাসক।

এপ্রিলে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজধানী খার্তুমের কোবার কারাগারে রয়েছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেফতারির সময় তার ঘর থেকে পাওয়া গিয়েছিল ১৩ কোটি মার্কিন ডলারের সমমূল্যের সুদানি পাউন্ড। তা নিয়ে অভিযোগের প্রেক্ষিতেই আর্থিক দুর্নীতির মামলা।

সুদানের সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবী জানান, ১৯৮৯ সালের সামরিক অভ্যুত্থান ও এ বছরের শুরুতে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অপর এক মামলার শুনানিতে তাকে আদালতে ডাকা হতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন