রাশেদ-লুমাসহ ৮ জনের জামিন

  20-08-2018 06:28PM

পিএনএস ডেস্ক : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ এবং যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুনাসহ আটজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

জামিনপ্রাপ্ত বাকিরা হলেন-ফারুক হোসেন, এ পি এম সুহেল, সাখওয়াত হোসেন রাতুল, তরিকুল ইসলাম, মশিউর রহমান ও জসিম উদ্দিন। আন্দোলনকারীদের আইনজীবী জায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী জামিন আবেদন মঞ্জুর করেন।

কোটা আন্দোলনের নেতা রাশেদ-লুনাসহ ৮ জনের জামিনের বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিকেলে শুনানি শেষে কোটা আন্দোলনের রাশেদ, লুমাসহ ৮ জনের জামিন দিয়েছেন আদালত।

তিনি আরো জানান, আন্দোলনকারী ফারিয়া মেহজাবিনের জামিন মেলেনি। তবে তাকে রিমান্ড শেষে চিকিৎসার জন্যে আদেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ঢাবি উপাচার্যের বাসভবন ভাঙচুরের অভিযোগে গত ১০ এপ্রিল শাহবাগ থানায় চারটি মামলা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন