ডা. তুহিনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত

  12-09-2018 08:38PM

পিএনএস ডেস্ক : বিদেশি এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. তুহিনুর রহমান তুহিনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজির করেন। বুধবার শুনানি শেষে অতিরিক্ত বিচারিক হাকিম মোহাম্মদ মোর্শেদ আলম অভিযুক্ত শিক্ষককে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এদিকে, আদালতে রিমান্ড শুনানির সময় আসামির কাছে বাদী তার খোয়া যাওয়া মোবাইলের মেমোরি কার্ড ফেরত চান। কিন্তু, সন্ধ্যা পর্যন্ত মেমোরি কার্ড ফেরত পাননি ওই মেডিকেল শিক্ষার্থী। শুনানির সময়ও এ বিষয়ে কিছু স্বীকার করেননি শিক্ষক তুহিন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, গত শুক্রবার বিদেশি ওই ছাত্রীকে মোবাইল ফোনে শহরের দরগাপট্টি মহল্লার মেডিনোভা হাসপাতালে ডেকে নেন অভিযুক্ত শিক্ষক ডা. তুহিন। কলেজে পড়ানোর পাশাপাশি ওই হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করতেন তিনি। হাসপাতালে যাওয়ার পর দু'জনের মধ্যে কিছু একটা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন ডা. তুহিন। মেয়েটির মোবাইল কেড়ে নিয়ে তার মেমোরি কার্ড রেখে দেন তিনি। পরে বিদেশি ওই শিক্ষার্থী সদর থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মেমোরি কার্ডটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে। সেটি পাওয়া গেলে নতুন কোনো রহস্য জানা যাবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন