মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে বিএনপির তিন নেতার রিট

  09-12-2018 03:06PM


পিএনএস ডেস্ক: রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন বাতিল হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপির তিন নেতা।

রিটকারী তিন নেতা হলেন-রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর), আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি), ডা. এজেডএম জাহিদ (ময়মনসিংহ)।

রোববার সকালে নিজ নিজ আসনে মনোনয়নের বৈধতা পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথকভাবে রিট করেন।

আজ এসব রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

নিজ এলাকার রিটার্নিং অফিসার তাদের মনোনয়ন বাতিল করায় তারা এর গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে তারা আপিল করেন। তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় দণ্ড থাকায় তাদের মনোনয়ন বাতিল করেন ইসি।

দুলুর এক আইনজীবী জানান, যে মামলায় তার মক্কেলের দণ্ডের কথা বলা হয়েছে, সে মামলায় তার দণ্ড ও সাজা স্থগিত রয়েছে।
তিনি বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে তার করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দণ্ড-সাজা স্থগিত করা হয়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগেও যায়নি।

ওই আইনজীবী আরো জানান, এমনকি যে মামলায় তার সাজা হয়েছে, তা বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধিতে হয়েছে। এটি নৈতিক স্খলনের মধ্যে পড়ে না। এসব যুক্তিতে রিটটি করা হয়েছে বলে জানা গেছে।

তবে ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়েও পংকজ দেবনাথ, হাজী সেলিম, মহিউদ্দিন খান আলমগীর (ম খা আলমগীর) এবং নাজমুল হুদাসহ অনেকেরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে ইসি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন