শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের সংহতি

  20-03-2019 04:54PM

পিএনএস ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে চলা দ্বিতীয় দিনের ছাত্র বিক্ষোভ ও অবরোধে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদের এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, সারাদেশে সড়ক পরিবহনে বিশৃঙ্খলা আছে। আমি তোমাদের আন্দোলনে সমর্থন জানাই।

তিনি আরো বলেন, আমরা ২৩ মার্চ ডাকসুর দায়িত্ব নিচ্ছি, প্রয়োজনে আমরা একটা কমিটি করে দেবো। যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলে।

ডাকসুর এজিএস বলেন, আমরা শৃঙ্খলা মানার একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে পুরো বাংলাদেশ বুঝতে পারে শৃঙ্খলা মেনে পরিবহন চলাচল করতে পারে।

তিনি বলেন, প্রয়োজনে গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স চেক করার জন্য চেকপোস্ট বসানো যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন