এই মুহূর্তে ধানের দাম বাড়ানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী

  18-05-2019 04:01PM

পিএনএস ডেস্ক : এই মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর তেমন সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ধানের দাম কমায় ক্ষেতে আগুন লাগানোর বিষয়টি খারাপ চোখে না দেখার আহ্বানও জানিয়েছেন ।

শনিবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি খাতের চ্যালেঞ্জ’বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এ সেমিনারের আয়োজন করে।

ধান ক্ষেতে আগুন লাগানোর প্রসঙ্গ নিয়ে মন্ত্রী বলেন, খাদ্য ঘাটতির দেশ থেকে এখন খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। এ রকম প্রতিবাদ অনেক দেশেই হয়।

তিনি বলেন, সারাদেশ থেকে চাষীদের নির্বাচন করা কঠিন বলেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান বা চাল কেনা সম্ভব হচ্ছে না। তবে সংকট নিরসনে চাল রফতানির চিন্তাভাবনা করছে সরকার।

কৃষিমন্ত্রী বলেন, এই মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর তেমন সুযোগ নেই। তবে অন্য কোনো উপায়ে এ সমস্যার সমাধান করা যায় কি না সে ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে।

কেনিকের সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে ও বিসিজেএফ এর সভাপতি কাওসার রহমানের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, সাবেক কৃষি সচিব ড. আনোয়ার ফারুক, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রচার সম্পাদক প্রসূন আশীষ, নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক জোবায়ের আল মাহমুদ প্রমুখ।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী সদস্য মনিরুজ্জমান উজ্জ্বল, সদস্য নিয়ামুল আজিজ সাদেক, শাহাদাত হোসেন রাকিব, ইসমাইল হোসেন রাসেল, বেলাল হোসেন প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন