এমপি আতাউরকে ঢাকায় আনা হচ্ছে

  10-07-2020 09:59PM

পিএনএস ডেস্ক : বার্ধক্যজনিত বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি আতাউর রহমান খান। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তাকে নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) তাকে ভর্তি করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার জানান, আতাউর রহমান খান শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আতাউর রহমান খানের হৃদরোগ, রক্তে লবণাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার এসে রাত পৌনে ৮টার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হবে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন