ঐক্যফ্রন্টের বৈঠকে যায়নি বিএনপির কেউ

  17-01-2019 06:07PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের আগামীদিনের কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে এই বৈঠকে উপস্থিত নেই জোটের প্রধান দল বিএনপির কোনো প্রতিনিধি। বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মাদ মুনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্র বলছে, অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলটির কোনো প্রতিনিধিকেও বৈঠকে উপস্থিত হতে দেখা যায়নি।

জানতে চাইলে ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিকাল ৫টা পর্যন্ত বিএনপির কেউ বৈঠকে যোগ দেননি। কেন যোগ দেননি তা বলতে পারবো না।

গত বছরের ১৩ অক্টোবর ড. কামাল হোসেন ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা দেন। এই ফ্রন্টে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য ও গণফোরাম রয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন