খালেদা জিয়ার বিচারে নিরপেক্ষ প্রয়োগ দেখতে চায় জাতিসংঘ

  11-02-2019 11:14AM

পিএনএস ডেস্ক : এক বছর ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান- ‘আমি বিস্মিত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বছর ধরে কারান্তরীণ রয়েছেন।’

মুশফিকুল ফজল আনসারী বলেন, ‘বিভিন্ন মামলায় জামিন পাওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হয়নি। তার মুক্তির কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না। আপনি জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন, যেখানে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনিই সর্বপ্রথম হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দেন।’

নারীর ক্ষমতায়ন ও বিনা খরচে তাদের শিক্ষার সুযোগ দিয়ে তিনি এক যুগান্তকারী ভূমিকা রাখেন। অথচ আজ তাকে কারাগারে দিন কাটাতে হচ্ছে। খালেদা জিয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?’

জবাবে ফারহান হক বলেন, ‘বিষয়টিতে জাতিসংঘের অবস্থান খুবই স্পষ্ট। আপনি অবগত আছেন যে, আমরা বারবার এ বিষয়ে বলেছি- এ ক্ষেত্রে (খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া) আইনের নিরপেক্ষ ও যথাযথ সব রকমের প্রয়োগ দেখতে চায় জাতিসংঘ। এটাই আমাদের আহ্বান। এবং এ বিষয়ে আমাদের আহ্বান অব্যাহত রাখবো।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন