ঐক্যফ্রন্টের গণশুনানিতে প্রধান বিচারক ড. কামাল

  13-02-2019 11:56PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি কর্মসূচি পালন করতে যাচ্ছে তাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

আজ বুধবার জোটের শীর্ষনেতা কামাল হোসেনের সভাপতিত্বে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর তিনি এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

রব বলেন, আমরা আগামী ২৪ তারিখ গণশুনানি করবো। সেই বিষয়ে আমাদের আগামী রবিবার প্রস্তুতি সভা রয়েছে। প্রস্তুতি সভায় আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, এই গণশুনানির মাধ্যমে ভোটের ডাকাতি চিত্র বিশ্ববাসী ও দেশের জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে, তাদের (সরকার) অপকর্ম উলঙ্গ করে দেওয়া হবে।

আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত দলগুলো ছাড়া বাকি সব রাজনৈতিক দলকে শুনানিতে আমন্ত্রণ জানানো হবে বলে জানান রব।

তবে ড.কামাল হোসেন হোসেন সাংবাদিকদের বলেন, গণশুনানির প্রধান বিচারক কে হবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে অন্যান্যের মধ্যে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডক্টর নুরুল আমিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস : জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন