জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

  23-05-2019 03:10PM

পিএনএস ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্মসূচি গ্রহণ করেছে।

সংগঠনের দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির কথা জনিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকালে দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টারিং ও কালো ব্যাজ ধারণ, বিএনপি আলোচনা সভায় অংশগ্রহণ, দেশব্যাপী দুঃস্থদের মাঝে কাপড় ও ইফতার বিতরণ।

সারাদেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিটে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকায় পোস্টারিং, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন