মেননের ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস

  22-10-2019 08:36PM

পিএনএস ডেস্ক : স্বেচ্ছায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে অব্যাহতি নিয়েছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস।

দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ‘আদর্শচ্যুতির’ অভিযোগ এনে প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করেছেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) পার্টি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠান বিমল বিশ্বাস।

চিঠিতে দল থেকে স্বেচ্ছা অব্যাহতি নেয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি গণতন্ত্রের চর্চার নামে অগণতান্ত্রিক পথে পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে লেজুরবৃত্তির রাজনীতির নামে অনেকেই এমপি-মন্ত্রী হওয়ার জন্য নীতি-আদর্শ ও উদ্দেশ্য বিসর্জন দিয়েছেন।

অব্যাহতিপত্র পাঠানোর পর এক প্রতিক্রিয়ায় বিমল বিশ্বাস বলেন, ‘চিঠি পাঠানোর পাশাপাশি দলের সভাপতি রাশেদ খান মেননকে বিষয়টি আমি টেলিফোনে জানিয়েছি। মার্কসবাদ ও লেনিনবাদ থেকে বিচ্যুত অধঃপতিত একটি নেতৃত্বের অধীনে কেউ পার্টি করতে পারে না। ওয়ার্কার্স পার্টি মার্কস-লেনিনবাদের কথা মুখে বললেও কাজ করে আদর্শের বিরুদ্ধে। সবাই এমপি-মন্ত্রী হতে চায়, সেজন্যই আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্য করে।’

তবে দল ছাড়লেও শ্রমজীবী মানুষের শ্রেণিসংগ্রামের ভিত্তিতে কমিউনিস্ট ঐক্য ও বাম ঐক্য গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রবীণ এই বামপন্থি নেতা।

এর আগে ২০১৭ সালের ২৪ এপ্রিল ও সবশেষ চলতি বছরের ২৬ এপ্রিলও দলের পলিটব্যুরোর সভায় অব্যাহতি চেয়েছিলেন বিমল বিশ্বাস।

আগামী ২ থেকে ৫ নভেম্বর ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস অনুষ্ঠানের কথা রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন