অনুপ্রবেশকারীদের ভিড়ে আ. লীগ এখন স্বাধীনতার প্রতিনিধিত্ব করছে না : মওদুদ

  12-11-2019 08:17PM

পিএনএস ডেস্ক : অনুপ্রবেশকারীদের ভিড়ে আওয়ামী লীগ এখন স্বাধীনতার প্রতিনিধিত্ব করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মওদুদ বলেন, ‘বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগে তত মুক্তিযোদ্ধা এখন নাই। এখন তারা (আওয়ামী লীগ) নিজেরাই বলছেন,তাদের দল এখন অনুপ্রবেশকারীতে ভরে গেছে। অর্থাৎ তারা মুক্তিযোদ্ধা নয়, অনুপ্রবেশকারী। তারাই (আওয়ামী লীগ) যদি তাই বলে, নিজেরাই যদি এটা স্বীকার করে তাহলে ধরে নিতে হবে, আওয়ামী লীগ এখন আর স্বাধীনতার প্রতিনিধিত্ব করে না। বরং সম্পূর্ণ উল্টো যে মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগ্রাম করেছি যেটাকে সম্পূর্ণভাবে ভুলণ্ঠিত করে দিয়ে সম্পূর্ণ বিপরীত মুখে সরকার এখন নিজেদের পরিচালনা করছে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘স্বাধীনতার চেতনা যারা চেষ্টা করেছিলেন, একচেটিয়া তারা নেবেন। কিন্তু দেশের মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, এই স্বাধীনতার চেতনার নতুন সংজ্ঞা তারা দিয়েছেন। সেই সংজ্ঞাটা হলো- স্বাধীনতার চেতনা মানে হলো একদলীয় শাসন, ভোট চুরি করে ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনা করা, বিচার বিভাগের স্বাধীনতা থাকতে পারবে না, আইনের শাসন থাকতে পারবে না এবং গণমাধ্যমেও স্বাধীনতা থাকতে পারবে না। তারা এই চেতনার কথা বার বার করে বলে। ’

মওদুদ বলেন, ‘আমাদের আজকে কথা বলার অধিকার নাই, ভোটের অধিকার নাই। আজকে ২৪ বছর আন্দোলন করে, মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এখন মাঝে মাঝে ভাবতে হয় কেন আমরা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম? আমরা কী বর্তমানের এই অবস্থার জন্য কোনো দিনই ভাবতে পেরেছি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। আজকে এই চেতনাবোধ তারা (আওয়ামী লীগ) হারিয়ে ফেলেছে।’

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির শওকত মাহমুদ, ফজলুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সলুতানা, মুক্তিযোদ্ধা লের সাধারণ সম্পাক সাদেক আহমেদ খান প্রমুখ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন