ক্রিকেট তারকাদের নববর্ষ উদযাপন

  14-04-2018 06:20PM

পিএনএস ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নতুন বাংলা বছরকে বরণ করে নিচ্ছে বাঙালি জাতি। এই উৎসবের দিনে জাতীয় দলের ক্রিকেটাররা বসে থাকবেন তা কি হয়? মোটেও না। ভক্তদেরও জানার ইচ্ছা, বিশেষ এই দিনটিতে প্রিয় তারকারা কী করছেন। পাঠকদের সেই চাহিদা মেটাতেই এই আয়োজন।

১৪২৫ সালের প্রথম দিনটিতে সোশ্যাল সাইটে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, 'পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ! সবাইকে নববর্ষের শুভেচ্ছা। '

নতুন বছরে বেজায় ফুর্তিতে আছেন জাতীয় দলের তরুণ ওপেনার সৌম্য সরকার। তার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টই এর প্রমাণ। পরিবারের সবার সঙ্গে পান্তা-ইলিশ ভোজনের বেশ কয়েকটি বর্ণিল ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'শুভ নববর্ষ ১৪২৫'।

দেশ থেকে অনেক দূরে অবস্থান করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই রিপোর্ট যখন লেখা হচ্ছে, তখন তিনি দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলছেন। তবে মাঠে নামার আগে নববর্ষকে ভুলেননি দ্য ফিজ। সোশ্যাল সাইটে নববর্ষের পাঞ্জাবী পরিহিত সেলফি পোস্ট করে লিখেছেন, 'সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।'

জাতীয় দলের 'সাইলেন্ট কিলার' খ্যাত মাহমুদ উল্লাহ রিয়াদও সোশ্যাল সাইটে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। তিনি লিখেছেন, 'পুরনো সব হতাশা, অবসাদ মুছে নতুন বছর সবার জীবনে বইয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।'

নতুন বছরের প্রথম দিনে পরিবারের সবার সঙ্গে বৈশাখী পোশাকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফর্মহীনতায় ভূগতে থাকা স্পিডস্টার তাসকিন আহমেদ। ছবিতে তার স্ত্রী, বাবা-মাসহ আত্মীয়রা আছেন। ক্যাপশনে অবশ্য তিনি ইংরেজি হরফে লিখেছেন, 'শুভ নববর্ষ ১৪২৫'। ভক্তদের প্রত্যাশা, খুব দ্রুতই নিজের স্বরূপে ফিরে আসবেন এই গতি তারকা।

জাতীয় দলের আরেক গতি তারকা রুবেল হোসেনের ফেসবুক পেইজে এখনও স্টিকি করা আছে নিদাহাস ট্রফির সেই হৃদয়ভাঙা ফাইনালের পরে দেওয়া সেই পোস্টটি। নতুন বছরে পরিবারের সবার সঙ্গে বৈশাখী সাজে ছবি তুলে পোস্ট করেছেন তিনি। সবাইকে জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন