মেসি কটা বিস্ময়!

  19-08-2018 04:31PM

পিএনএস ডেস্ক : আর্জেন্টিনার মেসি যেমন বিস্ময়কর, তার চেয়েও বিস্ময়কর হয়ে ওঠেন বার্সেলোনার জার্সিতে। চলতি লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল। তাই বার্সেলোনার কোচ হিসেবে দ্বিতীয় মৌসুমেও লিওনেল মেসিকে নিয়ে বিস্ময় কাটছে না কোচ আর্নেস্তো ভালভের্দের। তার জাদুকরী ফুটবল দেখতে পারাটা দর্শকদের জন্য সৌভাগ্যের বলে মনে করেন ভালভের্দে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভালভের্দে বলেছেন, 'মেসি একটা জিনিয়াস। আমরা সৌভাগ্যবান যে প্রতিদিনই ওকে দেখতে পারি। আমরা সৌভাগ্যবান যে, সে খেলছে এমন সময়ে আমরা ফুটবলে জড়িত আছি। আমরা চাই প্রতিদিনই সে বিস্ময়কর কিছু করুক।'

ক্যাম্প ন্যুতে ম্যাচের ৬৪তম মিনিটে আর্জেন্টাইন জাদুকরের অসাধারণ ফ্রি কিক থেকে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের সঙ্গেই লা লিগায় বার্সেলোনা দেখা পায় ৬০০০তম গোলের। হ্যাঁ, অধিনায়ক মেসির পা দিয়ে গড়া হয়েছে কাতালান ক্লাবটির এই ইতিহাস। ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুতিনহো। এরপর যোগ করা সময়ের ৯২তম মিনিটে সুয়ারেসের ক্রস থেকে জয়সূচক গোলটি করেন মেসি।

ভালভের্দে আরও বলেন, 'আমাদের বিস্মিত করার আরও উপলক্ষ এনে দেওয়ার সামর্থ মেসির এখনও আছে। সে সব সময় আপনাকে বিস্মিত করে যায়। সত্যি বলতে কি, আমাকে বিস্মিত করায় সে কখন ক্লান্ত হয় না। আপনাকে মেসির কাছ থেকে যে কোনো কিছু প্রত্যাশা করার জন্য প্রস্তুত হতে হবে। কারণ সে যা দেখে, অন্য কেউ তা দেখে না।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন