নিউজিল্যান্ড যাচ্ছেন ৮ ক্রিকেটার

  06-02-2019 10:52AM

পিএনএস ডেস্ক :নিউজিল্যান্ড সফরের জন্য যারা দলে জায়গা পেয়েছেন তাদের অনেকেই এখন বিপিএল ( বাংলাদেশ প্রিমিয়ার লিগ) নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। টুর্নামেন্ট শেষ হতে এখনও বাকি তিনটি ম্যাচ। এদিকে নিউজিল্যান্ড সিরিজও আসন্ন। সিরিজের ভালো খেলার বিষয়টিকে ভাবনা থেকে ফেলে দেয়ার কোনো সুযোগ নেই। আর সেখানে ভালো খেলতে হলে নিজেদের মানিয়ে নিতে হবে সেখানকার কন্ডিশনের সঙ্গে।

দুটোকেই সামাল দিতে টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাদ পড়া দলের মধ্যে জাতীয় দলের স্কোয়াডে থাকা সদস্যদের পাঠিয়ে দেয়া হচ্ছে নিউজিল্যান্ডে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দলের আট ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমান।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথমে তিনটি ওয়ানডে এরপর রয়েছে তিনটি টেস্ট ম্যাচ। দুই ফরম্যাটের জন্য বাংলাদেশ দল।

ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, নাঈম হাসান, তাসকিন আহমেদ।

টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন