দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিশ্বকাপ মিশনে মাশরাফি

  22-05-2019 12:44PM

পিএনএস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, ‘টুর্নামেন্টের ফাইনাল শেষ এবং বিশ্বকাপের আগে তিন-চার দিনের ছুটিতে দেশে ফিরবেন মাশরাফি বিন মতুর্জা। এই কয়েকদিন পরিবারের সঙ্গে ব্যয় করে ফের ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি।

পূর্বনির্ধারিত এবং যথাযথ নিয়ম মেনেই বুধবার দেশ ছাড়েন মাশরাফি। জানা গেছে, বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির ইভেন্টে যোগ দিবেন তিনি। এরপর সেখান থেকে সরাসরি যাবেন কার্ডিফে।

বুধবার সকালে ফ্লাইট ধরার আগে শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মাশরাফি বলেন, 'সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, বাংলাদেশ দল যেন ভালো খেলে। গুরুত্বপূর্ণ টুনার্মেন্ট এটি, আশা করি সবার আত্মবিশ্বাস (ত্রিদেশীয় সিরিজ জয়ের পর) ভালো আছে, তবে ইংল্যান্ডের শুরুটা ভালো করতে পারলে আশা করি শেষটাও ভালো হবে।'

প্রসঙ্গত, বিশ্বকাপের আগে ২৬ মে ও ২৮ মে যথাক্রমে পাকিস্তান ও ভারতের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তীতে আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন