আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সাকিবদের ধর্মঘটের খবর

  23-10-2019 03:06PM

পিএনএস ডেস্ক : অনেকদিনে ধরেই নানা বঞ্চনার শিকার হয়ে আসছিল দেশের ক্রিকেটাররা। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হয়েও পর্যাপ্ত বেতন-ভাতা এবং আনুসাঙ্গিক সুবিধা দিচ্ছিল না বিসিবি। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটের মান দিনে দিনে নিচের দিকে যাচ্ছে। ক্রিকেটারদের সংগঠন 'কোয়াব' স্থবির হয়ে পড়েছে। সব মিলিয়ে ১১ দফা দাবিতে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন ক্রিকেটাররা। তাতে সমর্থন জানিয়ে সব ধরনের ক্রিকেট বর্জন করেছেন সাকিব, মুশফিক, তামিমরা। শুধু তাই নয় ভারত সফরের অনুশীলন ক্যাম্পও বর্জন করেছেন তারা। এ ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শিরোনামে লিখেছে- ‘বেতন বাড়ানোর দাবি নিয়ে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা।'

‘বাংলাদেশি ক্রিকেটাররা ধর্মঘটে, শঙ্কায় ভারত সফর।’- এ শিরোনাম খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস

পিটিআই তাদের খবরে বলেছে, 'সোমবার ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেতন বৃদ্ধিসহ দাবি দাওয়া না মানলে তারা যে কোনো ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার ঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে বয়কটের এ ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা। সেখানে প্রায় ৫০ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন।'

সংবাদ সংস্থা এএফপির খবরে সাকিবদের এ কার্যক্রমকে ‘ক্রিকেট পাগল বাংলাদেশে গুরুত্ববহ’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন