পদত্যাগের ঘোষণা দিলেন মিসবাহ

  15-10-2020 06:41AM

পিএনএস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার কথা জানালেন মিসবাহ উল হক। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।

এক বছর আগে, পাকিস্তান ক্রিকেটের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব পান মিসবাহ। ইংল্যান্ড বিশ্বকাপের পরই মিকি আর্থারকে সরিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় মিসবাহকে। একই সঙ্গে প্রধান নির্বাচক হিসেবেও তাকে মনোনীত করে পিসিবি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একসঙ্গে দুটি দায়িত্ব নেয়ার ঘটনা সেটাই প্রথম ছিল। এ নিয়ে সেসময় যথেষ্ট সমালোচিত হয়েছিলেন মিসবাহ এবং পিসিবি।


করোনার আগে এবং পরে অনুষ্ঠিত সিরিজগুলোতে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায়, সমালোচনার মুখে পড়েন তিনি। একই সঙ্গে দুটি বড় দায়িত্ব সামলাতে গিয়ে কোচিংইয়ে মনোযোগী হতে পারছেন না বলে মন্তব্য করেন সাবেক ক্রিকেটাররা।

আনুষ্ঠানিক ঘোষণায় মিসবাহ বলেছেন, ‘যখন পিসিবি থেকে আমাকে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় তখন আমি বলেছিলাম যে আমি দায়িত্ব দুটি পালন করতে পারব। তবে আমি এটাও বলেছিলাম যদি আমি কখনো অনুভব করি যে, একাধারে দুটি দায়িত্বে থাকা আমার জন্য কঠিন হচ্ছে, তাহলে আমি সরে দাঁড়াব।’

বর্তমানে কোচিংয়ের প্রতিই বেশি মনোনিবেশ করতে চান মিসবাহ। মিসবাহ বলেন, ‘অবশ্যই আমার ফোকাস থাকবে পাকিস্তান দলটিকে যতটা সম্ভব পরিণত করে তোলা।’

সূত্র: দ্য নেশন ও জিও টিভি

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন