বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে শিশুসহ ১৯ নারী

  25-04-2018 10:15PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ ভাবে সীমান্ত পথে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১ শিশুসহ ১৯ বাংলাদেশী নারী তিন বছর ভারতে কারাভোগ শেষে বুধবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে ।

ফেরত আসা শিশু ও নারীদের বাড়ি বাংলাদেশের নড়াইল, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীরাসীমান্তের বিভিন্ন পথ দিয়ে ৩ বছর আগে ভারতে পাচার হয়। তারা ভারতের মোম্বাই শহরের বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি শেল্টার হোমে আশ্রয় নেয়। এরপর দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে বুধবার বিকালে তাদের বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারত সরকার। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর নামে এক এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হয়েছে। তারা তাদের নিজ নিজ বাড়ীতে পৌছে দিবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন