বান্দরবানে ৩৯ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

  15-08-2018 06:04AM

পিএনএস, বান্দরবান :বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১১বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অভিযানে বিপুল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল পৌনে চারটায় বাকঁখালী নদী থেকে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের বাজার মূল্য ৩৯ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির একটি টহল দল বাঁকখালী নদীতে অভিযান চালায়। এসময় কাঠ চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে থেকে এসব সেগুন কাঠ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার সামিউল ইসলাম।

জানা গেছে, ‘সংঘবদ্ধ চোরাকারবারিরা দোছড়ি ইউনিয়ন থেকে বাঁকখালী নদী পথে কাঠগুলো গন্তব্যে নেওয়ার চেষ্টা করছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান বলেন, জব্দকৃত কাঠগুলো বন বিভাগের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অবৈধ কাঠ, সীমান্ত চোরাচালানসহ জোন এলাকায় অপরাধ বিরোধী বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত আছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন