কুমিল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে অটোরিক্সায় বিদ্যুতায়িত হয়ে চার জনের মৃত্যু

  21-09-2018 05:04PM

পিএনএস, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে সিএনজিচালিত অটোরিকশার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে চালক ও একই পরিবারের ৩জনসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন- উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে মাওঃ আবু তাহের তার ছেলে দুবাই প্রবাসী মাওঃ আবু বায়েজিদ, মেয়ে ¯œাতক প্রথম বর্ষের ছাত্রী ফাহিমা আক্তার ও সিএনজিচালক একই গ্রামের আবদুর রহিমের ছেলে সারোয়ার হোসেন। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন নিহত প্রবাসী মাওঃ আবু বায়েজিদের স্ত্রী বিবি মরিয়ম ও তাঁর আড়াই বছর বয়সী শিশু আবদুল্লাহ আল-আমিন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে প্রবাস থেকে ফেরা মাওঃ আবু বায়েজিদ একটি সিএনজিচালিত অটোরিক্সা যোগে বাবা, বোন, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে শশুর বাড়ী উপজেলার পশ্চিম জোড্ডা ইউনিয়নের ঠোল্লাপাড়া গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন। দৌলখাঁড়-নাঙ্গলকোট সড়কের বাগমারা গ্রামে পৌছালে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে তাদের বহনকারী গাড়ীর উপরে পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে মাওঃ আবু বায়েজিদসহ তার পরিবারের ৩জন ও অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়। এসময় গাড়ীতে থাকা মাওঃ আবু বায়েজিদের স্ত্রী ও ছেলে আলআমিন গাড়ী থেকে ছিঁটকে পড়ে আহত হয়। এ রিপোর্ট লেখার সময় বিকেল ৩টা পর্যন্ত তারা দু’জনই সুস্থ রয়েছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, অটেরিকশাটি যাত্রী নিয়ে নাঙ্গলকোটের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। আগামীকাল শনিবার মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন