চিরিরবন্দরে অগ্নিকান্ডে আশ্রয়ন প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই

  08-11-2018 08:07PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ইসবপুর ইউনিয়নের ফলিমাড়ি বর্জাডাঙ্গা আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার টার দিকে এ ঘটনা ঘটে। চিরিরবন্দর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছে সংশ্লিষ্টরা। ফলিমাড়ি বর্জাডাঙ্গা আশ্রয়ন প্রকল্প কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে সবাই ডাক-চিৎকার করা শুরু করলে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা শুরু করি। আগুনের তীব্রতা থাকায় নিয়ন্ত্রনে আনতে স্থানীয়রা ব্যর্থ হই। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জিয়াবুল হকের ঘরের শর্ট সার্কিট থেকে বিদ্যুতের আগুন লেগে ওই সারির মোট ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থদের অভিযোগ, দূঘর্টনার সময় আগুন নিয়ন্ত্রয়নে আনতে বৈদ্যুতিক লাইন বন্ধ করার জন্য চিরিরবন্দর পল্লী বিদ্যুত অফিসে একাধিক বার ফোন দিয়েও তাদের পাওয়া য়ায়নি। এ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । স্থানীয় তোফাজ্জল হেসেন জানান, অগ্নিকান্ডে বসতঘরসহ সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো একেবারেই নিস্ব হয়ে খোলা আকাশের নিচে কোন মতে বসবাস করতে হবে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ সাইফুল্লা জানান, স্থানীয়দের সহায়তায় অন্তত ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। এদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন