মহাদেবপুরে ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

  15-11-2018 08:28PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় নওগাঁর মহাদেবপুরে ভিক্ষুকদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ১০ ইউনিয়নের ৩ শতাধিক নারী-পুরুষ ভিক্ষুকের মধ্যে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন