শেরপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ : চালক নিহত

  18-12-2018 06:53PM

পিএনএস, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালক মো. রাব্বী হাসান (৩০) নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার বারোপুর গ্রামের হারুনার রশিদের ছেলে।

মঙ্গলবার (১৮ডিসেম্বর) বেলা সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক উক্ত স্থানে পৌঁছলে বিপরীতগামী শ্যামলী ফুড প্রোডাক্টস্রে মালবাহী অপর একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় পিকআপের চালক রাব্বী হাসান গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এতে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন