ডিমলায় চাকরি জাতীয়করণের দাবীতে মানববন্ধন

  21-04-2019 04:11PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সরকারের বেকারত্ব দূরীকরন কর্মসূচীর আওতায় দুই বছর চাকুরী শেষে আবার বেকার । ২১ এপ্রিল নীলফামারী ডিমলাসহ সারাদেশের ১২৮ টি উপজেলার এসব চাকুরী হারানো বেকাররা চাকুরী জাতীয়করনসহ ০৭ দফা দাবীতে একযোগে মানববন্ধন ও সমাবেশ করেছে । সকাল ১০ টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার ডালিয়া-ডিমলা শুটিবাড়ী মহাসড়কে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের আওতায় সারাদেশের ২ লক্ষ শিক্ষিত বেকার মানুষের প্রশিক্ষন ও কর্মসংস্থান হয়েছিল। প্রকল্প শেষ হওয়ায় তারা সকলেই আবারও বেকার । তাদের চাকুরী জাতীয়করন না করলে বা প্রকল্প পুনরায় চালু না করলে এসব শিক্ষিত বেকার মানুষেরা সমাজের বোঝায় পরিনত হবে ।

সমাবেশে একাতত্তা ঘোষনা করে বক্তব্য রাখেন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ময়নুল হক ,সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ সুলতান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন সরকার , টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাক্তার শাহিন , আনোয়ারুল হকসহ স্থানীয় নেত্ববৃন্দ ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন