প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক গ্রেপ্তার

  17-05-2019 07:13PM

পিএনএস ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে আনোয়ার হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বাদি হয়ে আনোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

আনোয়ার উপজেলার কাওন্নারা গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে। তিনি পেশায় পিকআপ ড্রাইভার।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করে আসছিল। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তার ফেসবুক ওয়াল দেখে ছবি বিকৃত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মামলার বাদি উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাসুদ খান জুম্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেম আজ মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। তার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করায় মামলার বাদি হয়েছেন তিনি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন