বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু

  21-09-2019 11:47AM

পিএনএস ডেস্ক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মৃত পারভিন বেগম (৩৬) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ফাইজুল হকের স্ত্রী।

শুক্রবার রাত ৮টায় দিকে তিনি মারা যান। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলো ৯ জন।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, পারভিন বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর ১টায় হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি হন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। তিনি রাত ৮টার দিকে মারা যান। তার রক্তের হিমোগ্লাবিন ও প্লাটিলেট খুবই কমে গিয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২১ জন ও হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। শুক্রবারে হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ‌্যা ৮০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ‌্যে পুরুষ ৩৯ জন, নারী ১৯ জন এবং শিশু ২২ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন