ডিমলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  19-10-2019 09:43PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষৎ, তেমনি আজকের একটি চারা গাছ আগামী দিনের সম্পদ।” বাড়ির আশপাশে পরিত্যক্ত কিংবা ফসলী জমির সাথে আজ একটি বৃক্ষ রোপন করলে তা বিভিন্নভাবে মানুষের উপকারে আসবে। গাছ মানবিক জীবনে নানা কাজে ব্যবহার হয়। গাছ ও জীবন পরস্পরের উপর নির্ভরশীল। তাই আসুন গাছ লাগাই পরিবেশ বাছাই।

আর তাই সবাইকে গাছ লাগানোর কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে শনিবার (১৯-অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বওে উপজেলা বন বিভাগ আয়োজনে জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করার পুর্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এ সব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের ডোমার উপজেলা রেঞ্জ অফিসার মাহাবুবর রহমান, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধক্ষ্য আলহাজ্ব আব্দুল হক, উক্ত স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান সোহাগ, প্রভাষক জুয়েল রানা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রমুখ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন