পঞ্চগড়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

  17-01-2020 04:30PM

পিএনএস : ‘মেধা বিকাশের অঙ্গিকার বিতর্ক প্রধান হাতিয়ার’-এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে এনডিএফ-বিডি বিতর্ক কর্মশালা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।

অগ্নিশিখা ডিবেটিং সোসাইটির সহযোতিায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কীকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সনাতন ও বারোয়ারী বিষয়ের উপর ধারণা প্রধান করা হয়। চারটি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই’শ শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠান শেষে বিতার্কীকদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি বিপি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের ইসলাম বাদল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক,মানবধিকার কর্মী এ্যাড এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের, এ্যাড: জিল্লুর রহমান সিদ্দিকীসহ বিতর্ক প্রেমিরা উপস্থিত ছিলেন।

বিতর্ক কর্মশালায় বিতার্কীদের মাঝে প্রশিক্ষন প্রদান করেন প্রধান প্রশিক্ষক বেগম রোকেয়া কলেজের সহকারি অধ্যাপক লায়ন আজাহারুল ইসলাম দুলাল ও ডিবেটিং সোসাইটি অফ এইচএসটিউ এর ডিবেটার আশরাফুল ইসলাম রনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন