পাবনায় চলছে লালন স্মরণোৎসব

  23-02-2020 03:09AM

পিএনএস ডেস্ক: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত থেকে লালন স্মৃতি পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ৯ম লালন উৎসব শুরু হয়েছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু এবং উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির সমাজ সংস্কৃতিতে ফকির লালন সাঁই এক অবশ্য উচ্চারিত নাম। এই মরমী সাধকের চর্চার মধ্য দিয়ে সব অপশক্তিকে রুখে দিয়ে শুদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলা আজ জরুরি হয়ে পড়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে লালনকন্যা ফরিদা পারভীনসহ স্থানীয় শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) উৎসবের সমাপনীতে টুনটুন বাউলসহ খ্যাতনামা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

উৎসব কমিটির আহ্বায়ক ও পাবনা লালন স্মৃতি পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি লায়ন ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বংশীবাদক গাজী আব্দুল হাকিম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম মনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস, লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান আখতার, সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন প্রমুখ।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন