করোনায় মৃত্যু : বিএনপি নেতার লাশ দাফন করলো ছাত্রলীগ

  30-05-2020 06:18PM

পিএনএস ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া দেবিদ্বার উপজেলা সাবেক বিএনপির সভাপতি মো. আবদুস সালাম ভূঁইয়ার মরদেহের দাফন সম্পন্ন করলো হ্যালো ছাত্রলীগের ‘ওরা ৪১ জন’র একটি টিম।

শুক্রবার দিবাগত রাত ২টায় দেবিদ্বার উপজেলার হোসেনপুরে তার নিজের প্রতিষ্ঠিত মাদরাসা মাঠে স্থানীয়দের সহযোগিতায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাফরগঞ্জ ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও দেবিদ্বার উপজেলার সাবেক বিএনপি সভাপতি আবদুস সালাম ভূঁইয়া।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ওরা ৪১ জন’ ইতিমধ্যে করোনায় মৃত বিভিন্ন দল-মতের পাঁচজনের লাশ দাফন করেছে। আব্দুস সালাম ভুইয়ার লাশ দাফনে সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন, ক্বারী সাইফুল ইসলাম, আবু হানিফ সরকার, হাফেজ তোফায়েল আহমেদ, ক্বারী কামাল উদ্দিন, মাওলানা খালিদ ও হাফেজ নাজিম উদ্দিন সরকার।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিম মৃত বিএনপি নেতা আব্দুস সালাম ভুইয়ার লাশ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করেছি। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করোনায় মৃত ব্যক্তিকে আমরা সম্মানের সাথে বিদায় জানানোর চেষ্টা করছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন