চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর বেহাল দশা

  13-07-2020 03:30PM

পিএনএস ডেস্ক : রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জস্থ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর। জানা গেছে, ১৯৯৩ সালে মহানন্দা নদীর ওপর নির্মিত মহানন্দা সেতুর উত্তরে বারোঘরিয়া প্রান্তে রেলিংয়ে নতুন রং ঠিক থাকলেও মরচে লেগে লোহার পাত ছিদ্র হয়ে খসে পড়ছে। এছাড়া ব্রিজের ফুটপাতের যে ঢাকনা রয়েছে তা ভেঙে তৈরি হয়েছে গর্তের।

আর সেতু রক্ষায় ব্লক দিয়ে যে বাঁধ দেয়া আছে তা বিশাল অংশ নিয়ে দেবে গেছে অনেক আগেই। এমনকি ব্রিজের নিচেই তৈরি হয়েছে পৌরসভার ময়লা-আর্বজনা ফেলার ভাগাড়, তাই দুর্গন্ধে নাক-মুখ ঢেকে পার হতে হয় মহানন্দা সেতু।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম ফারহান দাউদ জানান, ২৭ বছরের পুরোনো হওয়ার কারণে রেলিংয়ের কিছু অংশে মরচে ধরেছে। এক সাথে সবগুলো পরিবর্তন করা যাবে না। তাই মরচে পড়ে খসে যাওয়া অংশ খুব শীঘ্রই মেরামত করা হবে। তিনি আরও বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে কিছু জায়গা দেবে গর্ত তৈরি হয়েছে। সেগুলোও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন