পিএনএস ডেস্ক: ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক অনুরাগীর মৃত্যুর ঘটনায় মামলা হবার পরে আদালতের নির্দেশে নিয়মিত থানায় হাজিরা দিতে হচ্ছে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে।
তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি রবিবার থানায় হাজিরা দেওয়ার শর্তে সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। আপাতত সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা-আদালত যেতে হবে। তবে যাবতীয় আইনি টানাপোড়েনের মাঝে অনুরাগীদের নজর কাড়ল আল্লুর নতুন লুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লু অর্জুনের এই নতুন লুক নিয়ে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ৪ বছর পর ‘পুষ্পা’র খোলস ছেড়ে ভোল বদলেছেন অভিনেতা এমন মন্তব্য করেছেন নেটিজেনরা। কাঁধ পর্যন্ত লম্বা চুল, বড় জুলফি, দাঁড়িতে এতদিন দেখা যেত তাকে। তবে রবিবার থানায় গাড়ি থেকে নামতেই দেখা গেল সেই পুরনো আল্লুকে। চুল ছেঁটে, দাঁড়ি কেটে তার বয়স যেন আরও বছর চারেক কমে গেছে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাস থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন আল্লু অর্জন। আর সেই নতুন সিনেমার জন্যই সম্ভবত ‘পুষ্পা’র খোলস ছাড়তে হয়েছে দক্ষিণী সুপারস্টারকে।
এসএস
নতুন লুকে দেখা গেল আল্লু অর্জুনকে
05-01-2025 07:15PM