৪ মামলায় ‘জামিন মুচলেকা’ দিলেন ইমরান খান

  30-05-2023 07:18PM

পিএনএস ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান মঙ্গলবার তার বিরুদ্ধে নথিভুক্ত চারটি মামলায় জামিন বন্ড (মুচলেকা) জমা দিয়েছেন। এর মধ্যে তিনটি মামলা সন্ত্রাসবিরোধী আদালতে এবং অন্যটি লাহোর হাইকোর্টে (এলএইচসি) নিবন্ধিত।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) গত ৯ মে পিটিআই প্রধানকে গ্রেফতার করে। এর পর দেশজুড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় খানের বিরুদ্ধে লাহোরের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা নথিভুক্ত হয়।

খবরে বলা হয়েছে, জমা করা এক লাখ রুপির তিনটি বন্ড অনুমোদন করেছেন এটিসি বিচারক ইজাজ আহমেদ বাটার।

প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আদালত ইতোমধ্যেই ১৯ মে তিনটি মামলায় ২ জুন পর্যন্ত ইমরান খানের আগামী জামিন মঞ্জুর করেছে। এর মধ্যে একটি লাহোরে কর্পস কমান্ডার হাউসে হামলার সঙ্গে সম্পর্কিত।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন