পিএনএস ডেস্ক: হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কারণে সাতদিন গাজায় হামলা চালানো থেকে বিরত ছিল ইসরাইল। ইসরাইল বলেছে, তারা গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস ইসরাইলে গুলি চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে তারা। খবর-বিবিসি
হামাস পরিচালিত জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে- দক্ষিণ গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান থেকে হামলা চালানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে গাজায় বিবিসি সূত্র। বলছে, উত্তর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের উত্তর-পশ্চিমে গোলাগুলি হয়েছে।
পিএনএস/আনোয়ার
সাতদিন পর আবারও গাজায় হামলা শুরু করলো ইসরাইল
01-12-2023 12:18PM