পিএনএস ডেস্ক: মার্কিন ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি চীন রাষ্ট্রীয়ভাবে হ্যাকার নিয়োজিত করে এই কাজ করিয়েছে। ট্রেজারি বিভাগের সিস্টেমে প্রবেশ করে কর্মকর্তাদের ওয়ার্কস্টেশন এবং গোপনীয় কিছু নথিতে প্রবেশ করেছে চীনের হ্যাকার। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। কোনো ভিত্তি ছাড়াই এমন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, হ্যাকিংয়ের এই ঘটনাটি ঘটেছে ডিসেম্বরের শুরুর দিকে। তবে সংশ্লিষ্ট বিভাগের আইন প্রণেতাদের কাছে চিঠি দেয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আনা হয়।
পিএনএস /আনোয়ার
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করেছে চীন: মার্কিন কর্মকর্তা
31-12-2024 11:32AM