পিএনএস ডেস্ক: বিবিসি রেডিওর প্রখ্যাত উপস্থাপক জনি ওয়াকার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির। দুই মাস আগেই তিনি তার ৫৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন।
দীর্ঘদিনের সহকর্মী বব হ্যারিস মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জনি ওয়াকারের মৃত্যুর খবর ঘোষণা করেন। হ্যারিস তাকে একজন চমৎকার, উদ্যমী ও দুর্দান্ত সম্প্রচারক হিসেবে বর্ণনা করে বলেন, রেডিও ছিল ওয়াকারের আবেগের জায়গা।
রেডিও টু-এর প্রধান হেলেন থমাস তাকে 'জনপ্রিয় সম্প্রচার কিংবদন্তি' হিসেবে বর্ণনা করে বলেন, ওয়াকারের হাস্যরস এবং তার প্রাঞ্জল উপস্থাপনা শৈলীই তাকে শ্রোতাদের হৃদয়ে জায়গা দিয়েছে। রেডিও টুর উপস্থাপক, কর্মী এবং শ্রোতারা তাকে খুব মিস করবেন।
পিএনএস/রাশেদুল আলম
বিবিসি রেডিওর উপস্থাপক জনি ওয়াকার মারা গেছেন
01-01-2025 03:01AM