পিএনএস ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড মঞ্জুর করলেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি। সাত বছর ইয়েমেনের জেলে বন্দি নিমিশা। ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদি হত্যার দায়ে ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন ওই ভারতীয় নার্স। এক মাসের মধ্যে তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানা গেছে।
নিমিশা প্রিয়া কেরালার পালাক্কাদ জেলার একজন নার্স। তার নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম শেষ করার পর সংসারের পাশে দাঁড়াতে তিনি ২০০৮ সালে ইয়েমেনে চলে যান। তিনি প্রথমে ইয়েমেনের বেশ কয়েকটি হাসপাতালে কাজ করেন। তারপরে নিজের ক্লিনিক খোলার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালে প্রিয়া তালাল আবদো মাহদির সংস্পর্শে আসেন যিনি তাকে তার ক্লিনিক শুরু করতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্লিনিক খুলতে অংশীদারিত্বের প্রয়োজন ছিল যেহেতু ইয়েমেনের আইন অনুসারে, যে কোনও ব্যবসা শুরু করার জন্য স্থানীয়দের সাথে অংশীদারিত্ব বাধ্যতামূলক। তবে তাদের মধ্যে মতপার্থক্যের কারণে শীঘ্রই অংশীদারিত্ব নিয়ে সমস্যা শুরু হয়ে যায়। প্রিয়া ২০১৫ সালে মাহদিকে ছাড়াই তার ক্লিনিক শুরু করেছিলেন। এতে ক্ষুব্ধ হন মাহদি। তিনি নিমিশা প্রিয়াকে হুমকি দিতে শুরু করেন। এমনকি তিনি যাতে ইয়েমেন ছেড়ে না চলে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য তার পাসপোর্টও কেড়ে নেন মাহদি। এর পরে প্রিয়া মাহদির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যার ফলে তাকে ২০১৬ সালে গ্রেফতার করা হয়। যদিও কিছুক্ষণ পরে তাকে মুক্তি দেওয়া হয়।
অভিযোগ ২০১৭ সালের ২৫ জুলাই মাহদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স। নিমিশার দাবি, মাহদিকে ঘুম পাড়িয়ে নিজের পাসপোর্ট পুনরুদ্ধার করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহদির। ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। মেয়েকে বাঁচানোর সবরকম চেষ্টা করেন নিমিশার মা প্রেমা কুমারী। আইনজীবীর ব্যবস্থা করে দেয় ভারতের বিদেশ মন্ত্রক। কিন্তু গত বছর নিমিশার সাজা মকুবের শেষ আবেদনও খারিজ হয়ে যায় সে দেশের সুপ্রিম কোর্টে। চলতি বছরের শুরুতে ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছিলেন প্রিয়ার মা। ভারত, ইয়েমেনের প্রেসিডেন্টের মৃত্যুদণ্ডের অনুমোদনের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে বিদেশ মন্ত্রকের তরফে সকল সম্ভাব্য সহায়তা প্রদান করার চেষ্টা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি
পিএনএস /আনোয়ার
এক মাসের মধ্যে ভারতীয় নার্সের ফাঁসি ইয়েমেনে!
31-12-2024 02:08PM